জাতীয় শোক দিবস উপলক্ষে মিডল্যান্ড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৯ আগস্ট) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ-জামান ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক রাজশাহী শাখার উদ্যাগে রাজশাহীর কয়েকটি এলাকায়ও বৃক্ষরোপণ করা হয়েছে। ব্যাংকটির রাজশাহী সিটি করপোরেশন শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির আওতায় নগরীর আলিফ লাম মিম থেকে বুধপাড়া সড়কের বিমান চত্বর ও চন্দ্রিমা থানা মোড় এলাকায় এক হাজার ৫৬০টি বৃক্ষরোপণ করা হয়েছে। ‘আসুন গাছ লাগাই এবং বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গঠনে অংশ নিই’ স্লোগানে মিডল্যান্ড ব্যাংকের রাজশাহী শাখা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক সামিউল করিম এ সময় উপস্থিত ছিলেন।