আর্মি এমপি ইউনিট কর্তৃকগরীব, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
সেনাবাহিনী প্রধানএর দিকনির্দেশনায়প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত এর মাধ্যমেসেনাসদর, এজি’র শাখা, পিএস পরিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধানেআজরবিবার (১১-০৭- ২০২১)ঢাকা ক্যান্টনমেন্ট এর আশেপাশের এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীরমিলিটারি পুলিশ (এমপি) ইউনিট।
আর্মি এমপি ইউনিট কর্তৃক ঢাকা সেনানিবাস, বনানী এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকার ১০০টি গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যেখাদ্য সহায়তা প্রদান করা হয়।এই ইউনিটের সকল পদবীর সদস্যদের নিজেদের সঞ্চিত রেশনের টাকায় এই ত্রাণ বিতরণ-অভাবী, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসিফুটানোর জন্য সেনাবাহিনীর একটি ক্ষুদ্র প্রয়াস।
উল্লেখ্য যে,গত জানুয়ারি ২০২১ হতে এ যাবত অত্র ইউনিট কর্তৃকসর্বমোট ২০০টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানেসেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, প্রভোষ্ট মার্শাল,মিলিটারি পুলিশ কোরএবং আর্মি এমপি ইউনিট এর অধিনায়ক সহঅন্যান্যরা উপস্থিত ছিলেন।