মাধবপুরে করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মেজর জেনারেল হাসনাত
শেখ জাহান রনি (মাধবপুর):
হবিগঞ্জের মাধবপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ১৭-পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার।
৭ জুলাই বুধবার দুপুরে মৌলভীবাজার যাওয়ার পথে এক যাত্রা বিরতিতে মাধবপুর উপজেলার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই সময় তিনি মাধবপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা প্রশাসন,মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহিনী এবং পৌর কাউন্সিলরগন সবার সহযোগিতায় করোনার বিধিনিষেধ মেনে চলতে নিয়মিত মাঠে কাজ করছেন। মাইকিং করা হচ্ছে প্রতিদিন। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ করছেন। বিশেষ প্রয়োজনে বের হলে মুখে মাস্ক পড়ে বের হওয়ার অনুরোধ জানাচ্ছে।সরকারি বিধিনিষেধ অনুযায়ী দোকানপাট খোলা রাখা হচ্ছে। কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। এই সময় আরো উপস্থিত ছিলেন ৩৬০ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান, ১৭-পদাতিক ডিভিশনের কর্ণেল তৌফিক হামিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন,সহকারী কমিশনার ভূমি মোঃমহিউদ্দিন আহমেদ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ।