৯ম পদাতিক ডিভিশনের জিওসির সঙ্গে ডিসি-এসপির মতবিনিময়
নারায়ণগঞ্জে ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার (সাভার) মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।
গতকাল মঙ্গলবার ৬ জুলাই নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন সফল করার বিষয়ে সভায় আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলমসহ বেসামরিক ও সামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় স্থানীয় প্রশাসন।