নলছিটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
মোঃরাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লগডাউনের কারণে অল্প আয়ের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে অসহায় পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জুলাই) পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চাল, ডাল, তেল, আটা, লবন বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন রাফিউদ অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
পৌর এলাকার দিন মজুর সুফিয়া বলেন, এইবার বন্দে এই পেরথম চাউল, ডাইল পাইছি। আমার এই সম্পাতে আর খাওন কেনা লাগবেনা। ভ্যান চালক আব্বাস ফকির বলেন, কেই কিচ্ছু দেয়না, সকালে ঘরের সামনে আইয়া আর্মিরা একটা ব্যাগ আর ত্যালের বোতল দিয়া গেছে। আমি হেগো লইগ্যা দোয়া হরছি। ক্যাপ্টেন রাফিউদ বলেন, আমরা আমাদের সাধ্যমতো নিজেদের রেশন থেকে একটা অংশ প্রতিদিন টহলের ফাকে ফাকে অসহায়দের মাঝে বিতরণ করছি।