শরণখোলায় লকডাউনে কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলায় লকডাউনে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ পদাধিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের সদস্যরা উপজেলার খুড়িয়াখালী গ্রামে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় তারা স্থানীয়দের মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে বাড়ির বাহির না হওয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। টহল অধিনায়ক লেঃ আব্দুল্লাহ জানান, লকডাউন চলাকালীন সময় দরিদ্রদের জন্য তাদের এ সহযোগীতা অব্যহত থাকবে।