ময়মনসিংহে যৌথ বাহিনী কর্তৃক নকল জুস কারখানা হতে নকল জুস উদ্ধার

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ মার্চ ২০২৫ তারিখ (মঙ্গলবার) বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, এনএসআই, বিএসটিআই কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সমন্বয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার সংলগ্ন রুপনাকান্দায় একটি অবৈধ জুস কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলার সময় অবৈধ জুস কারখানা হতে ঘন চিনি, নন ফুড গ্রেড কালার ও ফ্লেবারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল এবং আনুমানিক নকল ৪ হাজার বোতল (২৫০ মি:লি:) জুস উদ্ধার করা হয়। পরবর্তীতে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিক দুলাল উদ্দিনকে গ্রেফতার করে এক লক্ষ টাকা জরিমানা ও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও, কারখানায় সিলগালা করে কারখানার সকল কার্যক্রম বন্ধ করা দেয়া হয়।
দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।