South east bank ad

সেনাবাহিনীর নবীন সৈনিকদের কুচকাওয়াজ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন   |   সেনাবাহিনী

সেনাবাহিনীর নবীন সৈনিকদের কুচকাওয়াজ অনুষ্ঠিত

 খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসে 'ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে (এফএআরটিসি)' রিক্রুট ব্যাচ-২০২৪ এর মৌলিক প্রশিক্ষণ শেষে 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' আজ সোমবার (০৪ নভেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডে সালাম গ্রহণ করেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জিওসি ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া।

সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে মৌলিক প্রশিক্ষণ শেষে ৭৫৮ জনের শপথ গ্রহণ উপলক্ষ্যে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হয়েছে নবীন এ সৈনিকগণ। দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন বিষয়ে সেরা নৈপূণ্য প্রদর্শন করার জন্য ০৬ জন নবীন সৈনিকের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন।

রিক্রুট ব্যাচ ২০২৪ এর 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ' অনুষ্ঠানে খাগড়াছড়ি এলাকার উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: