South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের চীন গমন

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন   |   বিমান প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের চীন গমন
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সরকারী সফরে চীনের উদ্দেশ্যে ১৬ জুলাই ২০২৩, রবিবার চীন পিপল্স লিবারেশন আর্মি এয়ারফোর্স (CPLAAF) এর আমন্ত্রণে চারজন সফরসঙ্গীসহ সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু এবং পিএলএএএফ এর কমান্ডার জেনারেল চ্যাং ডিংকিউ এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। সাক্ষাতকালে তারা দুই দেশের বিমান বাহিনীর মধ্যে প্রযুক্তি বিনিময়সহ প্রশিক্ষণ এবং আধুনিকায়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চায়না ন্যাশনাল এ্যারো-টেকনোলজি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন(CATIC), , হংডু এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ, এয়ারফোর্স কমান্ড কলেজ (AFCC) এবং এভিয়েশন ইউনিভার্সিটি অব পিএলএএএফ পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীন এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
BBS cable ad

বিমান প্রধান এর আরও খবর: