বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র গমন
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি স্ব-স্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে সোমবার (২২-১১-২০২১) ০৯ দিনের এক সরকারী সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান General Charles Q. Brown, Jr., ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) এর ভারপ্রাপ্ত পরিচালক Mr Jedidiah P. Royal, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপ-সহকারী সচিব General Broen ও Lindsey W. Ford এবং Department of State এর Political-Military Affairs/Regional Security of Arms Transfers এর প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান F-16, F-18 ও C-130 বিমানের প্রোডাকশন ফ্যাসিলিটিজ এবং Jetwrx/strategic Global MRO maintenance and paint hangar সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা যায়। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা আনয়নপূর্বক সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির বিশেষ সুযোগ সৃষ্টি হবে।