নারী হকি প্রশিক্ষণ ও প্রতিযােগিতা উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান
ওয়ালটন গ্রপের পৃষ্ঠপােষকতায় প্রয়াত মাহমুদুর রহমান মােমিন ও শামসুল বারীর স্মরণে 'ওয়ালটন নারী হকি প্রশিক্ষণ ও প্রতিযােগিতা-২০২১’ এর উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি এবং ক্রীড়া পরিদপ্তরের যৌথ আয়ােজনে এ প্রশিক্ষণ ও প্রতিযােগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো. তারিকুজ্জামানসহ হকি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।