বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর সাথে মান্যবর সৌদি রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
অদ্য ১৭ আগষ্ট ২৫ তারিখ (রবিবার), বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত Dr. Abdullah Zafer H. Bin Abiyah, বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারে কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়া প্রবাসী বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুবিশাল ক্ষেত্র উন্মুক্ত করার জন্য সম্মানিত বিমান বাহিনী প্রধান সৌদি আরব সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


