চীন থেকে এন্টি-এপিডেমিক চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান

ঢাকা, ২৫ নভেম্বরঃ- বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাস প্রতিরোধে এন্টি-এপিডেমিক মেডিকেল সরঞ্জামাদি নিয়ে বৃহস্পতিবার (২৫-১১-২০২১) চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলা, ঢাকায় অবতরণ করেছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে চীনের পিপল্স লিবারেশন আর্মির সামরিক কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ শুভেচ্ছা হিসেবে প্রদানকৃত করোনাভাইরাস প্রতিরোধে এন্টি-এপিডেমিক মেডিকেল সরঞ্জামাদি ( হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন কনসেনট্রেটর, ইনফ্রারেড থার্মোমিটার, পাল্স অক্সিমিটার, কেএন-৯৫ মাস্ক, প্রোটেকটিভ গগলস, ডিসপোজএ্যাবল ফেস শিল্ড, পিপিই প্যারাসুট, হেভি ডিউটিবুট ইত্যাদি) চীন হতে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দেশে ফেরার মাধ্যমে এই ফেরি মিশন সম্পন্ন করেছে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর উক্ত পরিবহন বিমানটি চীন হতে এন্টি-এপিডেমিক মেডিকেল সরঞ্জামাদি সংগ্রহের নিমিত্তে বুধবার (২৪-১১-২০২১) বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন। উইং কমান্ডার মোঃ হাবিবুর রহমান, জিডি(পি) উক্ত সি-১৩০জে পরিবহন বিমানের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ফেরি মিশন এর মাধ্যমে নিয়ে আসা এন্টি এপিডেমিক মেডিকেল সরঞ্জামাদি গ্রহণ করেন ডাইরেক্টর জেনারেল অব মেডিক্যাল সার্ভিসেস মেজর জেনারেল মো: মাহাবুবুর রহমান।
উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে আগামী রবিবার (২৮-১১-২০২১) আবারও চীন হতে অবশিষ্ট এন্টি-এপিডেমিক মেডিকেল সরঞ্জামাদি সংগ্রহের নিমিত্তে আরও একটি ফেরি মিশন পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।