চট্রগ্রামের ইপিজেড এলাকার ভয়াবহ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে সক্রিয় বাংলাদেশ বিমান বাহিনী
অদ্য ১৬ অষ্টোবর ২০২৫ তারিখে চট্রগ্রাম ইপিজেড এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং তা দৃষ্টিগোচর হওয়া মাত্র চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে বিমান বাহিনীর অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে। বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে এখনো পর্যন্ত সমন্বিতভাবে অগ্নি নির্বাপণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ।


