শিরোনাম

South east bank ad

পুঠিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল বাজারে, নিহত ৩

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন   |   দেশ

পুঠিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল বাজারে, নিহত ৩
রাজশাহীর পুঠিয়ায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে উল্টে পড়ে যায়। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।  

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সকাল ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন ৫ জন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
BBS cable ad