South east bank ad

৮টি অভিযোগের বিষয়ে দুদক এর পদক্ষেপ গ্রহন

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৭ পূর্বাহ্ন   |   দুদক

৮টি অভিযোগের বিষয়ে দুদক এর পদক্ষেপ গ্রহন
চাঁপাইনবাবগঞ্জ-এর জেলা রেজিস্ট্রার ও নিম্নমান সহকারী-এর বিরুদ্ধে রেকর্ডরুমের বালাম বই এর পৃষ্ঠা প্রতারণামূলকভাবে গায়ের করার অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার (২২ সেপ্টেম্বর, ২০২১) অভিযান পরিচালনা করেছে দুদক, সজেকা-রাজশাহীর একটি এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরজমিনে উক্ত অফিস পরিদর্শনপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ড ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। প্রতারণামূলকভাবে বালাম বই এর পৃষ্ঠা পরিবর্তনের প্রমাণ পাওয়া গিয়েছে। এ প্রতারণার সাথে কারা জড়িত তা সুনির্দিষ্টভাবে নির্ণয়ের মাধ্যমে প্রকৃত সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরো তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

জামালপুর জেলায় অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের উপব্যবস্থাপক-এর বিরুদ্ধে তরল এমােনিয়া গ্যাস সিলিন্ডার বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযােগে প্রেক্ষিতে অপর একটি অভিযান পরিচালনার করেছে দুদক, সজেকা-টাঙ্গাইলের একটি টিম। এনফোর্সমেন্ট টিম এই বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া, উপাচার্য-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের সনদ স্বাক্ষর বাবদ বিধি বহির্ভূতভাবে ভাতা আদায়; ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্রিজ নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার; উপজেলা শিক্ষা অফিসার-এর বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ বন্টনে ঘুষ দাবি; এলএসডি কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষকদের নিকট হতে ধান ক্রয় না করে অন্যত্র থেকে নিম্নমানের ধান ক্রয়পূর্বক সরকারি অর্থ আত্মসাৎ; পানি উন্নয়ন বাের্ড-এর প্রকৌশলীর বিরুদ্ধে হালদা নদীর ব্লক স্থাপনে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে প্রকল্পের অর্থ আত্মসাৎ; বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে চারা উৎপাদন কর্মসূচীর অর্থ আত্মসাতের অভিযােগে প্রেক্ষিতে যথাক্রমে চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর; মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর; মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর; মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড; প্রধান বন সংরক্ষক, বন বিভাগ- কে পত্র দিয়ে উক্ত বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেছে দুদক।
BBS cable ad