বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য "রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল" এবং "রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল" উদ্বোধন

ঢাকা, ০৭ সেপ্টেম্বরঃ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ০৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য "রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল" এবং "রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল" এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'সাপোর্ট সেল এবং পোর্টাল' এর উদ্বোধন করেন।
বিমান সচিব শাখা কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবসর পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করে থাকে। "রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’’ অবসরোত্তর কর্মকর্তাদের সেবাসমূহ নিবিড়ভাবে ও সহজতর উপায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে যা অবসর পরবর্তী বিভিন্ন সেবা অধিকতর সহজ এবং দ্রুততর সময়ের মধ্যেই প্রদান করবে।
বিমান বাহিনী সদর দপ্তর সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন পরবর্তী সেবাসমূহ তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে "রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল" নামে একটি ওয়েব পোর্টাল প্রবর্তন করেছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদত্ত সেবাসমূহ আরও সহজ ও দ্রুত সম্পাদন করাই এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য। এই ওয়েব পোর্টালটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করতঃ অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশে অথবা বিদেশে যে কোন স্থান হতে সশরীরে উপস্থিত না হয়েও অবসর পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ওয়েব পোর্টালটির যথাযথ ব্যবহার শ্রম ও সময় বাঁচানোর পাশাপাশি বিমান বাহিনীর সকল কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং চাকুরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।