সাবেক দুদক কমিশনার জহুরুল হককে জিজ্ঞাসাবাদ
ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন।
জানা গেছে, জহুরুল হকের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ করে তদন্তাধীন মামলার আসামিদের কাছ থেকে ‘আর্থিক সুবিধা’ গ্রহণ, ‘জালিয়াতির’ মাধ্যমে রাজউক-এর প্লট বরাদ্দ নেওয়া, বড় দুটি টেলিকম অপারেটরের কাছ থেকে বিপুল অঙ্কের ‘ঘুষ’ গ্রহণ এবং সেই অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
এসব অভিযোগ অনুসন্ধানে গত বছরের জানুয়ারিতে দুদকের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞার নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দলে আরও রয়েছেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এবং উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে জহুরুলের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন।
জানা গেছে, জহুরুল হকের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ করে তদন্তাধীন মামলার আসামিদের কাছ থেকে ‘আর্থিক সুবিধা’ গ্রহণ, ‘জালিয়াতির’ মাধ্যমে রাজউক-এর প্লট বরাদ্দ নেওয়া, বড় দুটি টেলিকম অপারেটরের কাছ থেকে বিপুল অঙ্কের ‘ঘুষ’ গ্রহণ এবং সেই অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
এসব অভিযোগ অনুসন্ধানে গত বছরের জানুয়ারিতে দুদকের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞার নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়। দলে আরও রয়েছেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এবং উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে জহুরুলের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।


