শিরোনাম

South east bank ad

দুদক সচিব মাহবুব হোসেনকে বদলি, নতুন দায়িত্বে খোরশেদা ইয়াসমীন

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন   |   দুদক

দুদক সচিব মাহবুব হোসেনকে বদলি, নতুন দায়িত্বে খোরশেদা ইয়াসমীন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেনকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন খোরশেদা ইয়াসমীন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুদকের সচিব মাহবুব হোসেনকে বদলি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন সচিব পদে পদোন্নতি দিয়ে দুদক সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২১ সালের ডিসেম্বরে দুদক সচিব হিসেবে দায়িত্ব পান মাহবুব হোসেন। সেসময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন। এদিকে খোরশেদা ইয়াসমীন ২০২১ সালের সেপ্টেম্বরে যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন।
BBS cable ad