শিরোনাম

South east bank ad

রাঙ্গুনিয়ার ইউএনও মাসুদুরের এডিসি পদে পদোন্নতি

 প্রকাশ: ২৫ মে ২০২১, ০৮:৫৫ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

রাঙ্গুনিয়ার ইউএনও মাসুদুরের এডিসি পদে পদোন্নতি

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান । তিনি ফেনী জেলায় এডিসি হিসেবে আগামী মাসে যোগদান করবেন।

এডিসি পদে পদোন্নতি লাভ করায় রাঙ্গুনিয়ার বিভিন্ন মহল তাকে পৃথক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।


মাসুদুর রহমান ২০১৮ সালের দুই আগস্ট রাঙ্গুনিয়ার ইউএনও হিসেবে যোগদানের পর থেকে প্রায় তিন বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এসময়ে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের দুই সন্তানসহ করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাকালে মাঠ পর্যায়ে তিনি ব্যাপক উদ্যোগ নিয়েছেন। সকল পরিস্থিতি মোকাবিলা করে সততার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছেন।

BBS cable ad