সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে জুড়ী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা কর্তৃক আজ জুড়ী উপজেলাধীন পোস্ট অফিস রোড ভবানীগণ্জ বাজার, কামিনীগন্জ বাজার, শিশুপার্কসহ এর আশে-পাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ অনুয়ায়ী ০৪টি মামলায় ১৬,৪০০/- টাকা অর্থ দন্ড প্রদান করা হয় এবং বিধিনিষেধ এর আওতাধীন দোকান পাট সমুহ বন্ধ করা হয়।
জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।