সাতক্ষীরায় করোনা চিকিৎসায় সরঞ্জাম ও পিপিই দিলেন সদর উপজেলা চেয়ারম্যান

এমএ জামান (সাতক্ষীরা):
সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি করোনায় মৃতদের লাশ দাফনকাজে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদেরও হাতে তুলে দেন পিপিই।
সোমবার সকালে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদার হাতে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে অক্সিজেন ফ্লো মিটার, বাইপ্যাক মাস্ক। এছাড়াও লাশ দাফনকারীদের হাতে আসাদুজ্জামান বাবু আরও তুলে দেন ৬টি পিপিই। এই পিপিই হাতে পেয়ে মোঃ রায়হানুল ইসলাম ও আরাফাত হোসেন জানান, তারা স্বেচ্ছাসেবী হিসাবে লাশ দাফন করে আসছিলেন। পিপিই হাতে পাওয়াতে তারা আরও উৎসাহিত হলেন বলে উল্লেখ করেন।