লকডাউন বাস্তবায়নে চরফ্যাসন উপজেলা প্রশাসন এর কর্মতৎপরতা

করোনা ডেলটা ভেরিয়েনের ছোবলে বাংলাদেশ এখন কঠিন ঝুঁকিতে রয়েছে। ফলে সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় লকডাউনের সময়সীমা। চলতে হচ্ছে কিছু গন্ডির মধ্য দিয়ে। বেঁধে দেয়া হয়েছে করোনা কালীন কিছু আইনকানুন।
আজ চর ফ্যাশন পৌর বাজারে লকডাউন বাস্তবায়নে ০৩ জনকে ০৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ০৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিনা কারণে বাইরে ঘুরতে বের না হবার জন্য সকলে বলা হয়। এসময় জনসাধারণের উদ্দেশ্যে বলা হয় “আমরা কঠোর হতে চাই না”। বর্তমানে ভোলায় করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে দিন দিন। সকলের সচেতনতাই পারে এই কঠিন অবস্থা থেকে সকলকে রক্ষা করতে।