করোনার সংক্রমণ প্রতিরোধে জুড়ী উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসন জুড়ী এর উদ্যোগে আজ জুড়ী উপজেলাধীন বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্তর, পোস্ট অফিস রোড বিজিবি ক্যাম্প কামিনীগন্জ ও ভবানীগণ্জ বাজার এবং নয়াবাজারসহ এর আশে-পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এর নেতৃত্বে অভিযানে সহকারী কমিশনার ভুমি মোস্তাফিজুর রহমান এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন।
অভিযান পরিচালনাকালে জনসাধারণকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় এবং বিধিনিষেধ এর আওতাধীন দোকান পাট সমুহ বন্ধ করা হয় এছাড়া সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী ১টি মামলায় ০১ জনকে ৫০০/- টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।