South east bank ad

আনোয়ারায় দু'দিনে ৩৬ মামলায় ১৮ হাজার ৪শ টাকা অর্থদন্ড

 প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১০:৩৭ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

আনোয়ারায় দু'দিনে ৩৬ মামলায় ১৮ হাজার ৪শ টাকা অর্থদন্ড

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):

সারা দেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও চলছে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন। লগডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লগডাউন অমান্য করে অপ্রয়োজনে ঘুরাঘুরি,দোকানপাট খোলা রাখা এবং গাড়ি চালানোর অপরাধে একাধিক জনকে  দু'দিনে ৩৬ মামলায় ১৮ হাজার ৪শ টাকা অর্থদন্ড করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার  (২৫ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে পরিচালিত পৃথক অভিযানে ২১টি মামলায় ১১ হাজার টাকা  জরিমানা করা হয়।

অপরদিকে শনিবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার কালাবিবির দিঘির মোড়, চাতরী চৌমহনী,বটতলী রুস্তমহাট ও উপজেলা সদর, মালঘর বাজারসহ গুরুত্বপূর্ণ জায়গায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বিনা কারণে ঘুরাঘুরি,বিকাল ৩ টার পর দোকান খোলা রাখা ও গাড়ী চালানোর অপরাধে ১৫ মামলায় ৭ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।

লগডাইন পরিস্থিতি ও অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, সাধারণ মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হয় সে ব্যাপারে কঠোর ভাবে সতর্ক রয়েছে উপজেলা প্রশাসন। যারা সরকারী বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনে বাহিরে বের হচ্ছে, দোকানপাট খোলা রাখতেছে এবং গাড়ি চালাচ্ছে তাদেরকে আমরা জরিমানা করাচ্ছি।
BBS cable ad