লকডাউন কার্যকরে মাদারগঞ্জ প্রশাসন কঠোর অবস্থানে

শামীম আলম (জামালপুর):
মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে মাদারগঞ্জে চৌদ্দ দিনের কঠোর লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
শুক্রবার(২৩ জুলাই) সকাল থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। এ সময় মাস্ক না পরা ও অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ টি মামলায় ২ হাজার ৬০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল বলেন, সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউন বাস্তবায়নে আমরা বরাবরের মত এবারও মাঠে রয়েছি। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।