South east bank ad

পর্যটন এলাকায় জনসমাগম রোধে অভিযান পরিচালনা করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন

 প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৪:০১ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

পর্যটন এলাকায় জনসমাগম রোধে অভিযান পরিচালনা করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন

চলমান পরিস্থিতিতে করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমন রোধকল্পে ঈদ উৎসবকে কেন্দ্র করে পর্যটন এলাকা সমূহে জনসমাগম এড়াতে লকডাউন ঘোষণা করা হয়। 

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে তেঁতুলিয়া পিকনিক কর্ণারে জনসমাগম বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্দেশনা অমান্য করে অহেতুক জনসমাগম সৃষ্টি করাসহ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল পরিচালনার দায়ে ৫ জন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান। 

উল্লেখ্য যে, পর্যটন এলাকায় জনসমাগম রোধে উপজেলা প্রশাসন কর্তৃক নজরদারি বৃদ্ধিসহ তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশ ও ব্যাটলিয়ন আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সার্বিক চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এসময় সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয়।
BBS cable ad