South east bank ad

ভালুকায় আশ্রয়ণ প্রকল্পের সকল পরিবারের মাঝে মাংস নিয়ে হাজির ইউএনও সালমা

 প্রকাশ: ২২ জুলাই ২০২১, ০৮:২৮ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

ভালুকায় আশ্রয়ণ প্রকল্পের  সকল পরিবারের মাঝে মাংস নিয়ে হাজির  ইউএনও সালমা

 জাহিদুল ইসলাম খান (ভালুকা):

ভালুকায় আশ্রয়ণ প্রকল্পের ১৯৯টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি কুরবানির গরুর গোস্ত বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। বৃহস্পতিবার দুপুরে রাংচাপড়া আশ্রয়ন প্রকল্পে গোস্ত বিতরণের উদ্বোধন করেন ইউএনও। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। 

পরে উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি সদস্য, ইউনিয়ন ভূমি সহকারী ও গ্রামপুলিশের মাধ্যমে ওইসব গোস্ত বিতরণ করা হয়েছে।  

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, ‘আত্মত্যাগ ও মানবতার কল্যানে উদযাপন হোক পবিত্র ঈদ-উল-আযহা। বৈশ্বিক এই দূর্যোগের সময় অনেকইে খুব কষ্টে আছে। আশ্রয়ানে বসবাসরতদের নিন্ম আয়ের মানুষদের সাথে একটু ঈদ আনন্দ ভাাগাভাগী করতে পেরে খুব ভালো লাগছে।’
BBS cable ad