সালথায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জাকির হোসেন (সালথা):
ফরিদপুরের সালথা উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৪০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমূখ।