শিরোনাম

South east bank ad

মেহেরপুরে ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারীর অর্থদণ্ড

 প্রকাশ: ২৪ মে ২০২১, ০১:০২ পূর্বাহ্ন   |   উপজেলা প্রশাসন

মেহেরপুরে ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারীর অর্থদণ্ড
মেহেরপুরে অনুমোদনহীন শিশুখাদ্য তৈরির অপরাধে ফয়জুল্লাহ নামে এক ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার (২৩ মে) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে পৌর শহরের ভূমি অফিস মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


দণ্ডিত ফয়জুল্লাহ মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার পাতান আলীর ছেলে।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, ফয়জুল্লাহ বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য তৈরি করে বিক্রি করার উদ্দেশে বাজারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম সেগুলো জব্দ করেন।

পরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা ভেজাল শিশু খাদ্যগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।
 
এছাড়াও অনুমোদনবিহীন ১০ বস্তা রোব, লিচু এক কার্টন, আইস ললিপপ ১৪ বোতল, ইডি বলজেল এক কার্টন উদ্ধার করা হয়।

BBS cable ad