বকশীগঞ্জের নিবার্হী অফিসার মুনমুন জাহান লিজার হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

শামীম আলম, জামালপুর :
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেনীর এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পৌর শহর সদর এলাকার সাবেক এক এসআই এর মেয়ের বাল্য বিয়ে হচ্ছিল । পরে ওই সাবেক এসআই এর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা।
ইউএনও মুনমুন জাহান লিজা জানান সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সাবেক এক এসআই এর স্থানীয় ডলফিন স্কুলের দশম শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে পার্শবর্তী উপজেলার মৃত মহসিন আলীর ছেলে কবির মিয়ার সাথে বিয়ের আয়োজন করা হয়েছে। এ খবর পাওয়ার সাথে সাথেই বৃহঃবার রাতেই তিনি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করেন ।
সেই সাথে ১৮ বছর আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে দেওয়া এই মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলিত নেওয়া হয়।