করোনা ভাইরাস রোধকল্পে জুড়ী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

করোনা ভাইরাসের রোধকল্পে সার্বিক চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
এর প্রেক্ষিতে সোমবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা মোবাইল কোর্টটি পরিচালনা করেন।
এসময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৫(২) ধারায় ০৬টি মামলায় ৮০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং বিধিনিষেধ এর আওতাধীন দোকান পাট সমুহ বন্ধ করেন।