South east bank ad

তেঁতুলিয়ায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কোরবানির পশুর হাট স্থাপন

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৫:১২ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

তেঁতুলিয়ায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কোরবানির পশুর হাট স্থাপন
করোনা ভাইরাসের (কোভিড-১৯) রোধকল্পে সার্বিক চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। 

আগামী ২১ জুলাই সারাদেশে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে। বৃহৎ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রীতি অনুযায়ী পশু কোরবানির মাধ্যমে ধর্মীয় আচার পালিত হয়। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক রীতি, ক্ষুদ্র ব্যবসায়ী, খামারি, ক্রেতা-বিক্রেতা এবং প্রান্তিক পর্যায়ের কৃষকসহ সামগ্রিক দিক বিবেচনায় কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও গত বছরের ন্যায় সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করে কোরবানির পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

তৎপ্রেক্ষিতে আসন্ন পবিত্র ঈদ উল আযহা ২০২১ উপলক্ষ্যে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুসরণ করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আজ বুধবার (১৪ জুলাই) তেঁতুলিয়া উপজেলার অন্যতম শালবাহান হাটের পাশ্ববর্তী হাই স্কুল ও মাদ্রাসা মাঠের খোলা জায়গায় (গরু ছাগল পৃথক পৃথক স্থানে) পশুর হাট বসানো হয়েছে।

এতে উপজেলা প্রশাসনের নিবিড় তদারকিসহ স্থানীয় জনপ্রতিনিধি, থানা পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও সংশ্লিষ্ট হাট ইজারাদারের স্বেচ্ছাসেবকগণ নিয়োজিত রয়েছেন।
BBS cable ad