South east bank ad

ফুলপুরে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের টহল ও জরিমানা

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:৩৬ পূর্বাহ্ন   |   উপজেলা প্রশাসন

ফুলপুরে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের টহল ও জরিমানা

এইচ. এম জোবায়ের হোসাইন:

মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দেশব্যাপী লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। এরি ধারাবাহিকতায় সোমবার ১ম দিনের লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাঠে নেমেছে প্রশাসন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার নবগত ওসি আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার ভূমি ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রাণেশ চন্দ্র পন্ডিত সহ বাংলাদেশ পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

লকডাউন বিষয়ে উপজেলা প্রসাশন জানায়, দ্বিতীয় ধাপের করোনার এ লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ২৪ ঘন্টা মাঠে থাকব আমরা। সেজন্য সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। আর যারা লকডাউন না মেনে অন্যায় করছে তাদেরকে বিভিন্ন ধারায় সোমবার কয়েক জনকে জরিমানা বা অর্থদ- দেওয়া হয়েছে । দরকার পরলে লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ধারায় আরো কঠোর জরিমানা বা অনাদায়ে কারাদন্ড প্রধান করা হবে লকডাউন চলাকালিন সময়ে। তাই আসুন সরকারি নির্দেশনা মেনে চলি সুস্থ থাকি।
BBS cable ad