South east bank ad

কালকিনির দর্শনায় ধান সংগ্রহের জন্য কৃষকের বাড়ি প্রশাসন

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন   |   উপজেলা প্রশাসন

কালকিনির দর্শনায় ধান সংগ্রহের জন্য কৃষকের বাড়ি প্রশাসন
এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

মাদারীপুরে বোরো ধান সংগ্রহের জন্য কৃষকদের বাড়িতে গিয়ে মনিটরিং করছেন প্রশাসন।

বুধবার সকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে দর্শনা গ্রামের বিভিন্ন কৃষকের বাড়িতে যান খাদ্য বিভাগের কর্মকর্তারা। এ সময় সরকার নির্ধারিত দামে সঠিকভাবে ধান ক্রয় করা হচ্ছে কিনা বিষয়টি তদারকি করেন তারা। 

পাশাপাশি প্রতি কেজি ২৭ টাকা দরে ধান বিক্রির জন্য কৃষককে উদ্বুত্ত্ব করা হয়। পরে মিল মালিকদের কাছ থেকে সংগ্রহীত চাল ৩৯ টাকা প্রতি কেজি চাল ক্রয় করা হবে খাদ্য বিভাগের পক্ষ থেকে।

মাদারীপুর জেলায় চলতি মৌসুমে ৫ হাজার ৩শ’ ৮৯ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 কৃষক নায্য দাম পাচ্ছে কিনা এবং শুকনো ও ময়লামুক্ত ধান ক্রয়ের জন্য এই মনিটরিং-এর সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্র নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বিষ্ণপদ মজুমদার, কালকিনি উপজেলা খাদ্র নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মমরাজ কুদ্দুস, কালকিনি খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলামসহ প্রমুখ।
Attachments area

BBS cable ad