বাল্যবিয়ে : মুচলেকা-জরিমানা দিয়ে রেহাই পেলেন বরসহ যাত্রীরা
লকডাউনের মধ্যে বরযাত্রী নিয়ে বাল্যবিয়ে করতে যাচ্ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের আবু রায়হান (১৮)। কিন্তু পথে বাধ সাধেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। সোমবার সকালে লকডাউন বাস্তবায়নের জন্য দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কালিগঞ্জ অভিমুখে যাওয়ার সময় বরযাত্রীবাহী মাইক্রোবাসটি আটক করেন ইউএনও তাছলিমা আক্তার।
এসময় মাইক্রোবাসটিতে থাকা যাত্রীরা বর আবু রায়হানকে নিয়ে বিয়ের উদ্দেশে কালিগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতকে জানালে তাদের তিন হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে বাড়ি পাঠিয়ে দেন ইউএনও।
পাশাপাশি কনের বাড়িতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।