আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৫-জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধূরী'র নেতৃত্বে উপজেলার শাহ মোহছেন আউলিয়া রোড মহাল খাঁন বাজার ও আশেপাশের অবৈধ দোকানপাটে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে বাজারের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শাহ হার্ডওয়্যার নামের দোকান ১টি, ভাই ভাই মোটর পার্টস ১টি, চায়ের দোকান ১টি, পানের দোকান ১টি, সিএনজির গ্যারেজ ১টি, মোট ৫টি দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, মহাল খাঁন বাজারে খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। বাজারের সম্পূর্ণ জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে যেন বাজারের জায়গায় কোন অবৈধ স্থাপনা বসতে না পারে।