South east bank ad

মাস্ক পড়ার অভ্যাস করুণ করোনামুক্ত সমাজ গড়ুন: ইউএনও সাইফুল ইসলাম

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ১০:৪৭ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

মাস্ক পড়ার অভ্যাস করুণ করোনামুক্ত সমাজ গড়ুন: ইউএনও সাইফুল ইসলাম

রাসেল আহমেদ(ময়মনসিংহ):

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণের মাঝে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

মাস্ক পড়ার অভ্যাস করুণ, করোনামুক্ত সমাজ গড়ুন এই শ্লোগান বাস্তবায়নে জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি, মোবাইল কোর্ট ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন সদর উপজেলা প্রশাসন।

সেই ধারাবাহিকতায় ১৫ জুন মঙ্গলবারে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে তিনি মাস্কবিহীন জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন।

এ সময় ভ্রাম্যমান পথচারীদের উদ্দেশ্যে বলেন- দেশের সীমান্তবর্তী এলাকাতে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের ময়মনসিংহে ভারত ও বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম আরো বলেন-করোনা বর্তমান সময়ে একটি মারাত্মক মহামারী, এই মহামারীর কারণে দেশের উন্নয়নের প্রধান বাধা দাঁড়িয়েছে। আসুন আমরা সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি।
BBS cable ad