South east bank ad

রাস্তা বন্ধ করে দেয়ায় এক মাস ধরে অবরুদ্ধ৭ পরিবারকে মুক্ত করলেন ইউএনও

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৯:২৩ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

রাস্তা বন্ধ করে দেয়ায়  এক মাস ধরে অবরুদ্ধ৭ পরিবারকে মুক্ত করলেন ইউএনও

'রাস্তা বন্ধ করে দিল প্রতিবেশী, এক মাস ধরে অবরুদ্ধ সাত পরিবার' শিরোনামে গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মুক্ত হল সেই অবরুদ্ধ সাত পরিবার। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ মদন থানার ওসি (তদন্ত) উজ্জল কান্তি সরকারকে সঙ্গে নিয়ে রাস্তার টিনের বেড়া সরিয়ে তাদের পথ মুক্ত করে দেয়। এ সময় কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, গতকাল বিষয়টি আমার নজরে আসে। আমি মদন থানার ওসি (তদন্ত) উজ্জল কান্তি সরকারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। পরে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে ওই সাত পরিবারের যাতায়াতের রাস্তার ব্যবস্থা করে দিয়েছি।   

উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী (সুতিয়ায় পাড়) গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে নূর আমীনের সঙ্গে প্রতিবেশী মৃত শহীদ মিয়ার ছেলে সাদ্দামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিসি বৈঠক হলেও এর কোনো মীমাংসা হয়নি। এক মাস আগে (বৈশাখ মাসে) তাদের মধ্যে তর্কবির্তক হলে সাদ্দাম টিনের বেড়া দিয়ে ওই সাতটি পরিবারে লোকজনের যাতায়াতে একমাত্র রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা না থাকায় অবরুদ্ধ অবস্থায় ছিল ওই পরিবারের লোকজন।
BBS cable ad