গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা
গতকাল সোমবার ১৪ জুন ২০২১ইং তারিখে কাপাসিয়া উপজেলায় সাফাইশ্রী এলাকায় গবাদি পশুর ওষুধ বিক্রির ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা।
আগামী কোরবানির ঈদ সামনে রেখে রেজিস্টার্ড ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ও গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহৃত স্টেরয়েড বিক্রির জন্য জাহিদুল নামের একজন দোকানিকে ওষুধ আইন ১৯৪০ -এর১৮ ধারা লঙ্ঘন করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রত্যেক খামারি ও ফার্মেসিকে ভেটেনারি ডাক্তারের অনুমোদন ছাড়া ওষুধ বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।