South east bank ad

কুষ্টিয়ায় কোভিড-১৯-এর সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা

 প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৭:৫১ অপরাহ্ন   |   উপজেলা প্রশাসন

কুষ্টিয়ায় কোভিড-১৯-এর সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা
কুষ্টিয়া জেলা শহর, পৌরসভার সব এলাকা ও উপজেলাগুলো ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। শনিবার করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে  সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট  আইনে এই অভিযান পরিচালনা করা হয়৷ কুষ্টিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড  দেওয়া হয়।

পরিচালিত ভ্রাম্যমাণ্য আদালতের তথ্যসমূহ : ভ্রাম্যমাণ আদালত অভিযান ৬ টি , মামলার সংখ্যা ২১ টি , মোট দণ্ডিত ব্যক্তি সংখ্যা ২৭ জন, অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তির সংখ্যা  ২৭ জন, কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির সংখ্যা নেই, আদায় করা জরিমানার পরিমান ১৪ হাজার ৭০০ টাকা ।

যেসব আইনে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হয়েছে :  সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮ ,  দণ্ডবিধি-১৮৬০, জনগণের স্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে৷ 

এছাড়াও সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও ঘরে থাকতে আহ্ববান জানানো হয়েছে।
BBS cable ad