South east bank ad

সিংড়ার তিন ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

 প্রকাশ: ৩১ মে ২০২১, ০৩:৩৮ পূর্বাহ্ন   |   ইউনিয়ন পরিষদ

সিংড়ার তিন ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা


নাটোরের সিংড়া উপজেলার শেরকোল, তাজপুর ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার নিজ নিজ পরিষদ কার্যালয়ে ইউপি সচিবরা এই বাজেট ঘোষণা করেন।

বাজেট অধিবেশনে শেরকোল ইউপি চেয়ারম্যান মো. লুৎফুল হাবিব রুবেল-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হজরত আলী, সাধারণ সম্পাদক তহিদুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ।


বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মৃদুল কুমার তলাপাত্র। এই বাজেটে আয় ধরা হয়েছে ৮৪ লাখ ৫০ হাজার ৫০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৮৩ লাখ ২৭ হাজার ৬০০ টাকা। এছাড়া উদ্বৃত রয়েছে এক লাখ ২২ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে সিংড়ার তাজপুর ইউপি সচিব সাইফুল ইসলাম ৪৯ লাখ ৮১ হাজার ৬২০ টাকা বাজেট ঘোষণা করেন।

তাজপুর ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগের সভাপতি খবির উদ্দিন সরদার, সহ-সভাপতি পঙ্কজ কুমার সাহা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্যানেল চেয়ারম্যান আবু হানিফসহ ইউপি সদস্যবৃন্দ।

এছাড়াও সিংড়ার ডাহিয়া ইউপি সচিব মো. মিজানুর রহমান দুই কোটি ৫৮ লাখ ৫৬ হাজার টাকা বাজেট ঘোষণা করেন।

ডাহিয়া ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নাজমুল ইসলাম রানাসহ ইউপি সদস্যবৃন্দ।

BBS cable ad