সিরাজগঞ্জে জুয়া খেলা অবস্থায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৮

সিরাজগঞ্জ সদর উপজেলায় জুয়া খেলা অবস্থায় ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম রাজাসহ আটজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় ১০নং সয়দাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চুনিয়াহাটি গ্রামের বেতক্ষেত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অন্য গ্রেফতাররা হলেন, মহনপুরের সাহবুদ্দিন সেখের ছেলে মো. ফরিদুল সেখ, সদরের কান্দাপাড়া গ্রামের মৃত সাকুল্লা মণ্ডলের ছেলে বেলাল হোসেন, হাটশারুটিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, বড়চাকী গ্রামের মো. বাহারান সেখের ছেলে মো. হাসু সেখ, বাঐতারা গ্রামের সোহরাফ ব্যাপারীর ছেলে জাহাঙ্গীর আলম, রাজাপুরের আহসান আলীর ছেলে রেজাউল করিম ও ওজেদ আলীর ছেলে ইসমাইল হোসেন।
সিরাজগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় চুনিয়াহাটি গ্রামের বেতক্ষেত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলা অবস্থায় আটজনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে তাস, নগদ টাকাসহ খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।
বুধবার (২৬ মে) সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়।