মহামায়া সেচ প্রকল্প ও "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর" এর বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নাজমুল আহসান গতকাল ১৪ জুলাই ২০২৩, শুক্রবার মহামায়া সেচ প্রকল্প ও "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর" এর বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন ।
মহামায়া সেচ প্রকল্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৮টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে পাহাড়ি ঢল থেকে রক্ষা ও শুষ্ক মৌসুমে চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৯ সালে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্লুইস গেট স্থাপন করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। বর্তমানে পাউবো কর্তৃক নির্মিত এই মহামায়া কৃত্রিম লেককে ঘিরে সৃষ্টি হয়েছে পর্যটন কেন্দ্র।
এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক স্থাপিত "বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর" এর বন্যানিয়ন্ত্রণ সড়ক কাম বেড়িবাঁধ প্রতিরক্ষা এবং নিষ্কাশন প্রকল্পের কাজও পরিদর্শন করেন। এসময় সচিব নাজমুল আহসান সরোবরের পাড়ে একটি বৃক্ষ রোপন করেন।
পরিদর্শনকালে বাপাউবো মহাপরিচালক জনাব রমজান আলী প্রামাণিকসহ মিরসরাই বেজার প্রকল্প পরিচালক, বাপাউবো চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, মিরসরাই, সহকারী কমিশনের(ভূমি), মিরসরাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা/প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের পূর্বে স্থানীয় প্রশাসন, বেজা, পাউবো, বাংলাদেশ নেভী ও চীনা পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।