South east bank ad

এডিবি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

 প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন   |   সচিব

এডিবি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন অর্থসচিব ফাতিমা ইয়াসমিন
অর্থ মন্ত্রণালয়ের সচিব ফাতিমা ইয়াসমিনকে তিন বছরের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ভাইস প্রেডিসেন্ট নিযুক্ত করছে সংস্থাটি। এডিবির সেক্টর এবং থিমের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তিনি। আগস্টের শেষের দিকে ফাতিমা ইয়াসমিন এডিবিতে যোগ দেবেন বলে আশা করছে বহুজাতিক ঋণদাতা এ ব্যাংকটি। তিনি এডিবির নতুন অপারেটিং মডেলের অধীনে সেক্টর গ্রুপ এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।

এডিবির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইয়াসমিন বর্তমানে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন। তার ৩২ বছরেরও বেশি বিস্তৃত উন্নয়ন অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, পাবলিক সেক্টর এবং রাজস্ব নীতি সংস্কার এবং সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলিতে বাণিজ্য এবং দারিদ্র্য হ্রাস।

চলতি বছরের ৩০ জুন থেকে চালু হতে যাওয়া এডিবির নতুন অপারেটিং মডেলের অধীনে এর সেক্টর এবং বিষয়গত দক্ষতা উন্নয়নে ইয়াসমিনের অধীনে দুটি গ্রুপকে একীভূত করা হবে। যাতে কান্ট্রি প্রোগ্রামগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বিত সমাধান সরবরাহ করা যায় এবং উন্নয়নের আঞ্চলিক নেতৃত্বে এডিবির অবস্থানকে শক্তিশালী করা যায়। নতুন এ সেক্টর বিষয়ভিত্তিক গোষ্ঠীগুলি জলবায়ু পরিবর্তনের উপর ফোকাস রেখেই অঞ্চলের মূল উন্নয়ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় উদ্ভাবনী উদ্যোগ চালু এবং নেতৃত্ব দেবে। 

অর্থসচিবের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে স্নাতকোত্তর এবং বাংলাদেশে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রুটগার্স ইউনিভার্সিটিতে হুবার্ট হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের অধীনে পাবলিক পলিসি অ্যান্ড হিউম্যান রাইটসে ফেলোশিপও পেয়েছেন।

উল্লেখ্য, এডিবি চরম দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির মালিকানায় রয়েছে ৯৬টি সদস্য দেশ। যার মধ্যে এই অঞ্চলের ৪৯টি সদস্য রয়েছে।
BBS cable ad