অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সুরাইয়া পারভীন শেলীকে বদলি

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সুরাইয়া পারভীন শেলীকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারের এই যুগ্মসচিব বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের তথ্য অধিকার, আইন ও নীতি, রিপোর্ট রিটার্ন এবং কাস্টমসের দায়িত্বে আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সুরাইয়া পারভীন শেলীকে বদলি করে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।