South east bank ad

চাকরির মেয়াদ বাড়ল প্রতিরক্ষার সিনিয়র সচিবের

 প্রকাশ: ২৮ মে ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন   |   সচিব

চাকরির মেয়াদ বাড়ল প্রতিরক্ষার সিনিয়র সচিবের
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলমের চাকরি মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। নিয়ম অনুযায়ী আগামী মঙ্গলবার (৩০ মে) তিনি সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। এদিকে চাকরির মেয়াদ বাড়িয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইদিন তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

চুক্তি ও বৈদশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপন বলা হয়েছে, সরকারি চাকরি, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলমকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতদের শর্তে আগামী ৩১ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

গতবছরের ৯ ফেব্রুয়ারি হাসিবুল আলমকে প্রতিরক্ষা সচিব করা হয়। একইবছরের ১৮ মে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। হাসিবুল আলম একসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ২৫ অক্টোবর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান তিনি।

হাসিবুল আলম ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৬৪ সালে নীলফামারী জেলায় জন্ম নেওয়া সিভিল সার্ভিসের এই কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
BBS cable ad