South east bank ad

পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হলেন জননিরাপত্তা সচিব

 প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন   |   সচিব

পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হলেন জননিরাপত্তা সচিব
সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান। তাকে একই দপ্তরের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার মোস্তাফিজুর রহমানকে আগামী ২৪ মে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি সিলেট ও ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এবছরের ২ এপ্রিল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে যোগ দেন।
BBS cable ad