পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৪ কর্মকর্তা, তালিকা দেখুন

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন সরকারের ১১৪ জন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা।
শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া ১১৩ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আরেক কর্মকর্তা বিদেশে বাংলাদেশ দূতাবাসে অবস্থান করায় তার বিষয়ে কিছু জানানো হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তাকে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নিয়োগ করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র Email: sa@mopa.gov.bd এ প্রেরণ করবেন।
দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত যুগ্মসচিব মো. আব্দুল আওয়ালকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। বর্তমানে তিনি আমিরাতে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (শ্রম) পদে কর্মরত আছেন।