পদ্মা নদীর বিভিন্ন স্থানে প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান

বর্ষার আগেই টেকসই বাধ নির্মাণ,ঝুঁকিপূর্ণ বাধের সংস্কার কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরী।
এ প্রেক্ষাপটে শনিবার (২৯ এপ্রিল, ২০২৩) ‘পদ্মা সেতুর ভাটিতে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
এসময় স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের ডিজি, লৌহজং ও টঙ্গীবাড়ির ইউএনও এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।